আকস্মিক বন্যায় মৌলভীবাজারে দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি

নিজস্ব সংবাদদাতা:: টানা ভারী বর্ষণে পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসংখ্য বসতঘর, সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান। এতে কমপক্ষে দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। অপরদিকে উজানের পাহাড়ি ঢলে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর, আদমপুর, মাধবপুর, কমলগঞ্জ, শমসেরনগর, রহিমপুর, পতনঊষা, মুন্সিবাজার ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে উপজেলার বেশিরভাগ সড়ক।

কমলগঞ্জ-আদমপুর আঞ্চলিক সড়কের ঘোড়ামারা ও ভানুবিল মাঝেরগাঁও এলাকাও পানিতে তলিয়ে গেছে। আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা, রানিরবাজার, ইসলামপুর ইউনিয়নের মোকাবিল ও কুরমা চেকপোস্ট এলাকায় নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে এবং পানি লোকালয়ে প্রবেশ করেছে। আদমপুর-ইসলামপুর সড়কের হেরেঙ্গা বাজার, শ্রীপুর ও ভান্ডারিগাঁও এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

কুলাউড়ায় বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে উপজেলার টিলাগাঁও, জয়চণ্ডী, সদর, রাউৎগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সহস্রাধিক মানুষ পানিবন্দি রয়েছে। সড়ক পথেও অনেক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, পানিবন্দিদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। কয়েক দিনের টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা পানিতে জেলার সব কটি নদ-নদীতে পানি বাড়ছে বলে জানিয়েছে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড।

সংশ্লিষ্টরা জানান, টানা বর্ষণে মনু ও ধলাই নদীর অন্তত ৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার পাঁচ ইউনিয়নের সহস্রাধিক মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে জুড়ী উপজেলার ফুলতলা, গোয়াবাড়ি ও সাগরনাল ইউনিয়নের নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম। ৪০ হেক্টরের বেশি আমন ধান ডুবে গেছে। রাজনগর উপজেলার মনু নদীর বাঁধ ভেঙে টেংরা ও তারাপাশা ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ও চাঁদনীঘাট ইউনিয়নেরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলার মনু নদী (রেলওয়ে ব্রিজ) বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার, চাঁদনীঘাট এলাকায় ৭০ সেন্টিমিটার, ধলাই নদীতে ৮ সেন্টিমিটার ও জুড়ী নদীতে বিপৎসীমার ১৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানিও বিপদসীমা স্পর্শ করেছে।

বন্যাকবলিতরা বলছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন মাঠে না থাকায় বিগত বন্যার মতো তারা সহযোগিতা পাচ্ছেন না। অনেক নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে আটটি স্থান দিয়ে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। মনু নদীরও বাঁধ ভেঙে গেছে। ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়ায় নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে। এ ছাড়া যেসব স্থানে বাঁধ ভেঙেছে সেগুলোতে কাজ চলছে বলে তিনি জানান।

সম্পর্কিত খবর

গোলাপগঞ্জে শোক শ্রদ্ধায় অজামিল চন্দ্র নাথকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক:: গোলাপগঞ্জের সিনিয়র সাংবাদিক প্রয়াত অজামিল চন্দ্র নাথের স্মৃতি স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় উপজেলার ধারাবহর চন্দ্রনাথ পল্লীতে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দৈনিক সিলেটের ডাকের…

আরও

Continue reading
জাতির উদ্দেশে দেওয়া ড. ইউনূসের পুরো ভাষণ

অন্তর্বর্তী সরকারের মাসপূর্তি উপলক্ষে জাতীর উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ভাষণ দেন তিনি। ড. ইউনূসের পুরো ভাষণ পাঠকদের জন্য তুলে…

আরও

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর

গোলাপগঞ্জে শোক শ্রদ্ধায় অজামিল চন্দ্র নাথকে স্মরণ

গোলাপগঞ্জে শোক শ্রদ্ধায় অজামিল চন্দ্র নাথকে স্মরণ

জাতির উদ্দেশে দেওয়া ড. ইউনূসের পুরো ভাষণ

জাতির উদ্দেশে দেওয়া ড. ইউনূসের পুরো ভাষণ

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর

সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে বৃক্ষমেলার উদ্বোধন

সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে বৃক্ষমেলার উদ্বোধন

এখনো আটক নয় আরাফাত : পুলিশ

এখনো আটক নয় আরাফাত : পুলিশ

গোলাপগঞ্জে হ-ত্যা মামলা নিয়ে ধোঁয়াশা, বাদীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

গোলাপগঞ্জে হ-ত্যা মামলা নিয়ে ধোঁয়াশা, বাদীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘ-টনায় ট্রাফিক সার্জেন্টের মৃ-ত্যু

সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘ-টনায় ট্রাফিক সার্জেন্টের মৃ-ত্যু

এবার ফারাক্কার ১০৯ গেট খুলে দিয়েছে ভারত

এবার ফারাক্কার ১০৯ গেট খুলে দিয়েছে ভারত

হাসানুল হক ইনু আটক

হাসানুল হক ইনু আটক

অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের যৌক্তিক সময় দেয়া হবে : সিলেটে মির্জা ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের যৌক্তিক সময় দেয়া হবে : সিলেটে মির্জা ফখরুল