খবর ডেস্ক:: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১৬ আগস্ট) পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে পেতংতার্ন নির্বাচিত হন। এর মধ্য দিয়ে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন ৩৭ বছর বয়সি এই নারী রাজনীতিবিদ।
প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে ৩১৯ ভোটে জয়ী হন পেতংতার্ন। বিপক্ষে ভোট পড়েছিল ১৪৫টি। ভোটদানে বিরত ছিলেন ২৭ জন। ক্ষমতাসীন ফেউ থাই দলের নেতা পেতাংতার্ন একমাত্র মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন এবং সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোট পান। পেতংতার্ন থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। পেতংতার্নের ফুফুও দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
এর আগে, বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে ক্ষমতা থেকে অপসারণ করেন দেশটির সাংবিধানিক আদালত। তার বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। দুর্নীতির দায়ে দণ্ডিত একজন আইনজীবীকে মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন স্রেথা। এর মধ্য দিয়ে তিনি নৈতিকতা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ ওঠে।এর পরদিনই ফেউ থাই পার্টি প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে। থাইল্যান্ডের বর্তমান সরকার ১১ দলের জোটের সমন্বয়ে গঠিত। জোটটির সবচেয়ে বড় দল ফেউ থাই পার্টি।