খবর ডেস্ক:: মৌলভীবাজারের কাগাবালা এলাকায় জোরপূর্বক যুক্তরাষ্ট্র প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে। জানা যায়, গেলো ৮ সেপ্টেম্বর ভোরে কাগাবালা গ্রামের প্রবাসী মোঃ বাবুলের জমি দখল করতে একই এলাকার মরহুম মোঃ আলাউদ্দিনের ছেলে শাসন মিয়া আরো বেশ কয়েকজনকে সাথে করে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ওই জমিতে হামলা করে। এসময় জমিতে থাকা কাটা তারের প্রাচীর ও পাকা পিলার উপড়ে ফেলে। এসময় দেয় তারা। এসময় জমিতে থাকা ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে জোর দখল করে জমি তাদের বলে দাবি করে এবং সেখানে নিজ নামীয় সাইনবোর্ড সাটিয়ে দেয়।
যেহেতু জমির মালিক মোঃ বাবুল যুক্তরাষ্ট্র প্রবাসী, দেশে না থাকার দরুন তারই ভাতিজা মোঃ সিরাজুল ইসলাম ওই জমি দেখভাল করেন। জানা যায়, এ ঘটনার আগে অনৈতিকভাবে চাঁদা দাবি করে শাসন মিয়া নামের ওই ব্যাক্তি। একপর্যায়ে চাঁদা দিতে অপারগতা দেখানোর কারণে এই জমি জোরদখলে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ওই দিনই শাসন মিয়াসহ ১৬জন এবং অজ্ঞাত আরো ১০/১২ জনকে অভিযুক্ত করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ বাবুলের ভাতিজা মোঃ সিরাজুল ইসলাম।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুলের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।