সিলেটে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৫টি আসনে পার্থী চুড়ান্ত করেছে দলটি। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এসব প্রার্থীর নাম ঘোষাণা করেছেন

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন  তিনি।

সিলেট জেলার ৬টি আসনের মধ্যে সিলেট-১ আসনে নজরুল ইসলাম বাবুল, সিলেট-২ আসনে মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিক, সিলেট- ৪ আসনে এটি এম তাজ রহমান, সিলেট-৫ আসনে সাব্বির আহমদ ও সিলেট-৬ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন কে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

সুনামগঞ্জের জাপা মনোনীত প্রার্থীরা হলেন সুনাগঞ্জ ১ আসনে মো. আব্দুল মান্নান তালুকদার, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫ আসনে নাজমুল হুদা।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আহম্মদ রিয়াজ উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আব্দুল মালিক, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রজনগর) রুহুল আমিনকে মনোনীত করেছে জাপা।

হবিগঞ্জে জাপার মনোনয়ন প্রাপ্তরা হলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল উপজেলা) এম.এ. মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলা) আব্দুল মুমিন চৌধুরী, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট,মাধবপুর উপজেলা) আহাদ উদ্দিন চৌধুরী শাহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *